জুলাই-আগস্টে
ঘটে যাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী পাঁচ শিক্ষার্থীকে হত্যার
অভিযোগ তুলে খুনিদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সরকারকে ৪৮ ঘণ্টার
আল্টিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে খুনি গ্রেপ্তার না হলে প্রধান
উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছিলেন মঞ্চের নেতাকর্মীরা।
সেই হুঁশিয়ারি মোতাবেক আজ (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন
যমুনার সামনে গণঅনশন করতে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
আজ (২২ ডিসেম্বর)
বেলা সাড়ে ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি মিছিল বের করেন তারা। এই মিছিলটিই
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার কথা রয়েছে।
এর আগে, গত
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জুলাই-অগাস্টের গণ-আন্দোলনে সক্রিয় পাঁচ শিক্ষার্থীকে হত্যার
অভিযোগ তুলে খুনিদের গ্রেপ্তারের দাবিতে সরকারকে ৪৮ঘণ্টা সময় বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ।
এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি
ভবন যমুনার সামনে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছিলেন মঞ্চের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মধুর ক্যান্টিনের সামনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র
শরিফ ওসমান হাদি বলেছিলেন, দেশের বিভিন্ন স্থানে যেভাবে জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছাত্রজনতাকে
হত্যা করা হচ্ছে, আগামী শনিবারের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে ইনকিলাব মঞ্চ
রোববার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে যমুনার সামনে গিয়ে অনশন করবে।