× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইনকিলাব মঞ্চের তিন দাবি

বিকেল ৩টার মধ্যে উপদেষ্টারা এসে দাবি গ্রহণ না করলে কঠোর কর্মসূচি

ডেস্ক রিপোর্ট

২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২২ ডিসেম্বর) পূর্বঘোষণা অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে গণঅনশন করতে যান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় পুলিশের বাধায় যমুনা এবং সচিবালয়ের মাঝপথে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ৩ দফা দাবি নিয়ে অনশনে বসেন তারা। এসময় তারা উপদেষ্টাদের উদ্দেশ্যে বিকেল ৩টার মধ্যে দাবি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন যা না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে হুঁশিয়ারি দেন।

এসময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, এখন লাঞ্চ টাইম চলছে। আমরা ৩টা পর্যন্ত উপদেষ্টাদের সময় দিচ্ছি। ৩টার মধ্যে হয় আমাদেরকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে তার কাছে সরাসরি আমরা আমাদের দাবিগুলো তুলে ধরব। নাহলে উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ এসে আমাদের কাছ থেকে দাবিগুলো গ্রহণ করে প্রধান উপদেষ্টার কাছে পোঁছে দেবেন।'

শরীফ ওসমান হাদী আরও বলেন, এখন আমরা রাস্তায় গাড়ি চলাচলের সুযোগ রেখেছি। ৩টার মধ্যে আমাদের কথা না শোনা হলে সড়ক অবরোধ করে সম্পূর্ণভাবে গাড়ি চলাচল বন্ধ করে দেব।

তিনি এসময় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান।

ইনকিলাব মঞ্চের দাবি ৩টি হল- গণহত্যাকারী দল আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে, সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামীলীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রাইভেট বিশ্ববিধ্যালয়সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.