গত ২৩
ডিসেম্বর চাঁদপুরের মাঝির চরে কার্গো জাহাজে বিশ্রামরত অবস্থায় ৭ নাবিককে নির্মমভাবে
হত্যার প্রতিবাদে আজ (২৫ ডিসেম্বর) সকাল
১০টায় ঢাকা সদরঘাটে জাহাজ শ্রমিকদের জমায়েত, বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নৌযান শ্রমিক দল কর্মচারী ইউনিয়ন
(রেজিঃ নং ১৯৫২)-এর
সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এ কর্মসূচি আয়োজিত
হয়।
মানববন্ধনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল ও সম্মিলিত
শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন। এছাড়া বক্তব্য দেন শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর
রহিম বক্স দুদু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর (দক্ষিণ) আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, শাহ আলম মোল্লা, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, সিদ্দিকুর রহমান মিন্টু এবং জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা
এই হত্যাকাণ্ডকে অতি স্পর্শকাতর ঘটনা হিসেবে উল্লেখ করে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানান। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন ৭ নাবিক হত্যার
ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
সদরঘাটে
আয়োজিত জমায়েতে পরিবহন শ্রমিক, ঘাট শ্রমিক, হকার শ্রমিক এবং রিকশা শ্রমিকরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা নৌযান শ্রমিকসহ দেশের সকল শ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রধান
অতিথি তার বক্তব্যে বলেন, “শ্রমিকদের রক্ত, শ্রম ও ঘামের ওপর
ভর করে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রবাসী শ্রমিকরা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে আনে, আর দেশের অভ্যন্তরে
শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে জীবনের স্বাভাবিক গতি বজায় থাকে। তবে শ্রমিকরা ন্যায্য মজুরি না পেলেও চাকরি
রক্ষার তাগিদে কাজ করতে বাধ্য হচ্ছে। উন্নত দেশে শ্রমিকদের সম্মান ও ন্যায্য মজুরি
নিশ্চিত করা হলেও বাংলাদেশে এই চিত্র ভিন্ন।"
তিনি
আরও বলেন, “পরিবহন, নৌযান, বন্দর, গার্মেন্টসসহ সকল শিল্পখাতে কর্মরত শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”