× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কর্মসূচি স্থগিতের বিজ্ঞপ্তি ভুয়া

ডেস্ক রিপোর্ট

৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ এএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ এএম

ছবিঃ সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ দেওয়ার কর্মসূচি স্থগিত হওয়ার খবরটি ভুয়া। কেন্দ্রীয় শহীদ মিনারে আজ (৩১ ডিসেম্বর) ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ দেওয়ার কর্মসূচি স্থগিত হয়নি।

গতকাল (৩০ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান।

জাহিদ বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া প্রেস রিলিজটি ভুয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন কোনো বিজ্ঞপ্তি দেয়নি। আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবো।’

আজ (৩১ ডিসেম্বর) রাত ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আধা ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও সংবাদ সম্মেলন শুরু হয়নি।

জানা গেছে, কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বৈঠক চলছে। বৈঠকে মঙ্গলবারের কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে রাত সাড়ে ১২টায় জাহিদ আহসান বলেন, ‘আমাদের একটু দেরি হচ্ছে। আলোচনা চলমান। কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিফ করবো।’



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.