জাতীয়
ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত কৃতি ক্রীড়াবিদ ও
সংগঠক হামিদা বেগমের মৃত্যুতে গভীর শোক
ও দুঃখ প্রকাশ করেছেন যুব
ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান
রাসেল এমপি।
প্রতিমন্ত্রী
এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত
পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী
বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে অতি পরিচিত মুখ
ছিলেন হামিদা বেগম। তিনি শুধু একজন
সফল ক্রীড়াবিদই ছিলেন না, একজন দক্ষ
ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি বাংলাদেশ আরচ্যারি
ফেডারেশনের কোষাধ্যক্ষ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সদস্য হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
হামিদা বেগম
আজ শনিবার (১৯ মার্চ) সকালে রাজধানী ঢাকায় নিজ বাসায় শেষ
নিশ্বাস ত্যাগ করেন।
তিনি মস্তিষ্কে
রক্তক্ষরণের কারণে প্রায় চার বছর ধরে
গুরুতর অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরেই শয্যাসায়ী ছিলেন
তিনি।
উল্লেখ্য, হামিদা
বেগম জাতীয় ক্রীড়া
পরিষদের সহকারী পরিচালক এবং ২০১৭
সালে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর
মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয়
ক্ষতি।