× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় কোরিয়া

১৯ মার্চ ২০২২, ০৭:৩১ এএম

সংবাদ সম্মেলন চলাকালে তোলা একটি ছবি।

বাংলাদেশে দক্ষিণ কোরিয়া আরও বিনিয়োগ বাড়াতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

শনিবার (১৯ মার্চ) নরসিংদীতে তিনি এ কথা জানান।

আগামী দিনে এখানে কোরিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

আজ শনিবার নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ফ্যাক্টরি পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিকাব) এর সদস্যরা।

কারখানা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে লি জ্যাং কিউন বলেন, বাংলাদেশে এক দশমিক তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে কোরিয়া। আমরা এর পরিমাণ দুই বিলিয়নে উন্নীত করতে চাই।

এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগে কোরিয়ার কোম্পানিগুলো বিনিয়োগ ও বাণিজ্যে কাস্টম ক্লিয়ারেন্স ও ট্যাক্সের সমস্যার মুখোমুখি হচ্ছে। এ দুটি বিষয় আরও সহজ করার দাগিদ দেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেন ইস্যু পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বাণিজ্যে এখনও প্রভাব পড়েনি।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ফেয়ার ইলেকট্রনিক্সের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী, হেড অব মার্কেটিং মোহম্মদ মেসবাহ উদ্দিন, পরিচালক মুতাসিম দালান, ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.