× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামের জাতিসংঘ পার্ক এখন থেকে ‘জুলাই স্মৃতি উদ্যান’

ডেস্ক রিপোর্ট

০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত জাতিসংঘ পার্ক সংস্কার শেষে ‘জুলাই স্মৃতি উদ্যান নামকরণ করা হয়েছে।

গতকাল ( জানুয়ারি) সকালে উদ্যানটি উদ্বোধন করেন গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। উদ্বোধনের পর এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উড়াল সেতু পার্কগুলো তাদের নামে করা হচ্ছে। অন্যায় অবিচার ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সাড়ে ১৫ বছর সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন এই অনুষ্ঠানে একই সঙ্গে তাদেরকেও স্মরণ করছি।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন- সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম প্রমুখ।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.