× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে : ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট।

০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪ পিএম

খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে : ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ জানান, কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দোহা হয়ে লন্ডনে পৌঁছবেন খালেদা জিয়া। সেখান থেকে সরাসরি যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। লন্ডনের চিকিৎসকরা যদি মনে করেন, তার যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তাহলে সেখানে নেওয়া হবে।

তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশের ছয়জন ও কাতারের চারজন চিকিৎসক খালেদা জিয়ার সঙ্গে থাকবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর রহমতে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠলে দেশে ফেরার পথে ওমরাহ পালন করবেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং লন্ডন বিএনপির নেতারা। ঢাকা থেকে চিকিৎসকদের পাশাপাশি তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিও সফরসঙ্গী হবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.