× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজিবির বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

ডেস্ক রিপোর্ট

০৮ জানুয়ারি ২০২৫, ১০:১৮ এএম

ছবিঃ সংগৃহীত।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ম্যাজিস্ট্রেট থানা পুলিশকে সঙ্গে নিয়ে পঞ্চগড়ে সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নুরুজ্জামান (৬০) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

গতকাল ( জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পঞ্চগড়ের ১৮ বিজিবির অধীনস্থ মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন।

আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, বিজিবির পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ তাকে আটক করা হয়।

ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.