× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঐক্য নষ্টের আশঙ্কায় ছাত্রদের ঘোষণাপত্র দিতে নিষেধ করেছিলেন ড. ইউনূস

১৬ জানুয়ারি ২০২৫, ২০:০৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্রদের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ব্যাপারে ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে তাদের তা না দিতে পরামর্শ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ড. ইউনূস এ কথা জানান।


তিনি বলেন, "একদিন ছাত্ররা এসে বললো যে, আমার উপস্থিতিতে তারা একটি ঘোষণা দেবে। আমি তাদের কাছ থেকে বিস্তারিত শুনে বললাম, এটি করা ঠিক হবে না। আমি মনে করি, তোমাদেরও এমন কিছু করা ঠিক হবে না। যদি তোমরা ৫ আগস্টের পরিপ্রেক্ষিতে ফিরে যেতে চাও, তবে ঐ দিন যেভাবে ঐক্য গড়ে উঠেছিল, তা পুনরায় তৈরি করতে হবে। একা করা যাবে না।"


ড. ইউনূস আরও বলেন, "সেদিনের অনুভূতি ছিল এক হওয়ার অনুভূতি, যেখানে কেউ কাউকে আলাদা বলেনি। যদি এটি করতে চাও, তবে সবাইকে নিয়ে করতে হবে, একতাবদ্ধভাবে। তা না হলে তা সঠিক হবে না। তোমরা ৫ আগস্ট যে ঐক্য তৈরি করেছিলে, তার অবমাননা হবে।"


তিনি আরো যোগ করেন, "ঐক্যবদ্ধ না হলে উদ্দেশ্য ব্যাহত হবে। তবে যখন সবাই এক হয়ে কাজ করে, তখন সবার মধ্যে সাহস আসে, সবাই মনে করে আমরা এখনও একসঙ্গে আছি। আমি যতদিন আছি, ঐক্য নিয়েই থাকব। তাই আমাদের সেই পথেই চলতে হবে।"


রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, "যখন সবাই একত্রে কাজ করি, তখন দুর্বলতা অনুভব হয় না। একসঙ্গে কাজ করার সময় সাহস বাড়ে এবং মনে হয় আমরা একতাবদ্ধভাবে আছি। আপনাদের সঙ্গে দেখা হলে এবং একসঙ্গে বসলে খুব ভালো লাগে, সাহস পাই।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.