বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটি ৮ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড রাতে বৈঠকে বসবে। শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় (লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায়) অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
বেগম খালেদা জিয়া জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মেডিকেল বোর্ডে যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিকের ৪ জন প্রফেসর, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ৩ জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া ৬ জন চিকিৎসকসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান উপস্থিত থাকবেন।
এছাড়া, ১৩ জানুয়ারি তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন যে, বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট ১৭ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে। তিনি দেশের মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন।
প্রসঙ্গত, ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমান। পরবর্তীতে, তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান, যেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।