× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতকে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে আমন্ত্রণ ড. ইউনূসের

ডেস্ক রিপোর্ট

১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১৯ জানুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নরদিয়া সিম্পসনের বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ড. ইউনূস জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে নরদিয়া সিম্পসনকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।

বৈঠকে রাষ্ট্রদূত সিম্পসন জুলাই ও আগস্ট মাসের গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন এবং তারা দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশি জনগণের উদার এবং অতিথিপরায়ণ ব্যবহারে আমি মুগ্ধ সমৃদ্ধ।

জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে রাষ্ট্রদূতকে যোগদানের আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত অন্যান্য রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানাবে সরকার।

সিম্পসন অন্তর্বর্তী সরকার এবং তাদের সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.