× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় ৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি শুরু, যেভাবে কিনবেন

ডেস্ক রিপোর্ট

১৯ জানুয়ারি ২০২৫, ১৯:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীতে ৬০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ইলিশ। ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশগুলো কিনতে যেতে হবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভবনে।

সাধারণ মানুষের পাতে ইলিশ তুলে দেওয়ার উদ্যোগ হিসেবে আজ (১৯ জানুয়ারি) দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছেস্বাদে গন্ধে অতুলনীয়ইলিশ কিনে হোন ধন্য'

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশে যে ইলিশ মাছ পাওয়া যায়, এটা বিশ্বের সেরা ইলিশ। ফলে ইলিশ মাছকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে বেশকিছু উদ্যোগ নিতে হয়। অনেক সময় মাছ ধরা বন্ধ রাখতে হয়। জনসাধারণ যেন ইলিশ মাছ খেতে পারে এবং এর মূল্য যেন ক্রয়সীমার মধ্যে রাখা যায়, সেটা আমরা চেষ্টা করলেও সবসময় পারি না। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এর দাম কমানো কঠিন।

সময় কম দামে ইলিশ বিক্রির উদ্যোগের জন্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানান উপদেষ্টা। 

এর আগে বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান বলেন, ইলিশ মাছের জোগান না থাকায় বাড়ছে দাম। কারণে বিএফডিসি হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিকভাবে আমরা প্রায় ১৭শ কেজির দুটি চালান হাতে পেয়েছি।

তিনি আরও বলেন, ক্রেতাদের কথা বিবেচনা করে টিসিবির মতো রেশনিং করে ইলিশ বিক্রি করা হবে। একেকজন গড়পড়তা বিএফডিসির নিজস্ব প্যাকেটকৃত এক প্যাকেটে গড়ে এক থেকে দেড় কেজি মাছ কিনতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.