রাজধানীতে
৬০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ইলিশ। ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশগুলো কিনতে যেতে হবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভবনে।
সাধারণ
মানুষের পাতে ইলিশ তুলে দেওয়ার উদ্যোগ হিসেবে আজ (১৯ জানুয়ারি) দুপুরে
এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের
উপদেষ্টা ফরিদা আখতার।
বাংলাদেশ
মৎস্য উন্নয়ন করপোরেশন ও বাংলাদেশ মেরিন
ফিশারিজ অ্যাসোসিয়েশনের এ কার্যক্রমের স্লোগান
নির্ধারণ করা হয়েছে ‘স্বাদে গন্ধে অতুলনীয়—ইলিশ কিনে হোন ধন্য'।
উপদেষ্টা
ফরিদা আখতার বলেন, বাংলাদেশে যে ইলিশ মাছ
পাওয়া যায়, এটা বিশ্বের সেরা ইলিশ। ফলে ইলিশ মাছকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে বেশকিছু উদ্যোগ নিতে হয়। অনেক সময় মাছ ধরা বন্ধ রাখতে হয়। জনসাধারণ যেন ইলিশ মাছ খেতে পারে এবং এর মূল্য যেন
ক্রয়সীমার মধ্যে রাখা যায়, সেটা আমরা চেষ্টা করলেও সবসময় পারি না। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এর দাম কমানো
কঠিন।
এ
সময় কম দামে ইলিশ
বিক্রির উদ্যোগের জন্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানান উপদেষ্টা।
এর
আগে বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান বলেন, ইলিশ মাছের জোগান না থাকায় বাড়ছে
দাম। এ কারণে বিএফডিসি
হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিকভাবে আমরা প্রায় ১৭শ কেজির দুটি চালান হাতে পেয়েছি।
তিনি
আরও বলেন, ক্রেতাদের কথা বিবেচনা করে টিসিবির মতো রেশনিং করে ইলিশ বিক্রি করা হবে। একেকজন গড়পড়তা বিএফডিসির নিজস্ব প্যাকেটকৃত এক প্যাকেটে গড়ে
এক থেকে দেড় কেজি মাছ কিনতে পারবেন।