× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিনাজপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত; বৃষ্টির মত ঝরছে শিশির

ডেস্ক রিপোর্ট

২২ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ এএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ এএম

ছবিঃ সংগৃহীত।

দিনাজপুর জেলা বর্তমানে তীব্র শীতের কবলে পড়েছে। হিমালয়ের নিকটবর্তী এই জেলায় তাপমাত্রা ক্রমাগত নিম্নমুখী। ঘন কুয়াশা সারা জেলাকে ছেয়ে গেছে, যার ফলে দৃশ্যমানতা কমে গেছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে। ঘন কুয়াশায় বৃষ্টির মতো ঝরছে শিশির।

আজ (২২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১২. ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে।

এই তীব্র শীতে শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। কৃষি শ্রমিক, ইটভাটা শ্রমিকসহ অনেকেই কাজে যাওয়ার পথে বিপত্তির মুখে পড়ছেন। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার মধ্য দিয়ে কাজে যাওয়া তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

সড়কপথে যান চলাচলও কমে গেছে। কুয়াশার কারণে চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে চালাতে হচ্ছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে। তাই সকলকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গরম পোশাক পরিধান করা, গরম খাবার গ্রহণ করা এবং অতিরিক্ত ঠান্ডায় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার সকাল টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ডিগ্রি সেলসিয়াস। সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় কিলোমিটার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.