গত
কিছুদিন ধরেই রাজধানীতে শীতের তীব্রতা অনুভূত না হলেও, গতকাল
(২২ জানুয়ারি) থেকে
আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ঘটেছে। ঘন কুয়াশায় ঢাকা
শহর মোড়া হয়ে যাওয়ায় তাপমাত্রা কমে গেছে এবং শীতের প্রকোপ অনুভূত হচ্ছে। কুয়াশার দাপটে সূর্য উঁকি দিতে
বেলা গড়িয়েছে। এ অবস্থায় আজ (২৩ জানুয়ারি) সকাল থেকেই কুয়াশায় মুড়িয়ে রয়েছে রাজধানী
ঢাকা।
দেশের
উত্তরাঞ্চলেও একই চিত্র। দিনাজপুর, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় কুয়াশার কারণে জনজীবন বিঘ্নিত হচ্ছে। সূর্যের আলো না পেয়ে তাপমাত্রা
আরও নিচে নেমে গেছে।
আবহাওয়া
অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী
২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ।
বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে
পারে। তবে রাত ও দিনের তাপমাত্রা
সামান্য বাড়লেও আগামী পাঁচদিনের মধ্যে আবারও কমতে পারে।
কুয়াশার
কারণে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হতে পারে এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।