× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এখন মেট্রোরেল চলছে পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত

ডেস্ক রিপোর্ট।

২৫ জানুয়ারি ২০২৫, ১৫:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির ফলে সাময়িকভাবে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আবারও চালু হয়েছে বন্ধ থাকা সেই মেট্রোরেল চলাচল। তবে লুপ রুটে মেট্রোরেল চলাচল শুরু হলেও এখনও পুরো পথে চলাচল শুরু হয়নি। আজ (২৫ জানুয়ারি) দুপুরে খবরটি নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীলরা।

দায়িত্বশীলরা জানিয়েছেন, দুপুর ১টা ৩৯ মিনিট থেকে অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু পুরো পথে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি।

এর আগে তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। এছাড়া আজ ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তারা জানান, দুপুর ১টা ৩৯ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.