ঢাকা মেট্রোপলিটান
পুলিশ ডিএমপি'র গোয়েন্দা মিরপুর বিভাগ (ডিবি), রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল
ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি'
কে গ্রেপ্তার করেছে।
আজ (২৬ জানুয়ারি)
রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে পল্ললবীতে সাঁড়াশি অভিযান চালিয়ে 'কুত্তা রাব্বি' কে
গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া
অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি
নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান
জানিয়েছেন, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি আধিপত্য
বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ভুক্তভোগী
মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী
রাবেয়া আক্তার এ ঘটনায় ২১ জানুয়ারি পল্লবী থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে পল্ললবী একালায় অভিযান চালিয়ে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে
গ্রেপ্তার করা হয়। আর আজ রাত ১ টায় ১টায় রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে গ্রেপ্তার করা
হলে এখন পর্যন্ত আলোচিত ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার
করল ডিবি।