× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর পল্লবীতে ‘ব্লেড বাবু' হত্যায় ‘কুত্তা রাব্বি' গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

২৬ জানুয়ারি ২০২৫, ১২:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা মেট্রোপলিটান পুলিশ ডিএমপি'র গোয়েন্দা মিরপুর বিভাগ (ডিবি), রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি' কে গ্রেপ্তার করেছে।

আজ (২৬ জানুয়ারি) রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে পল্ললবীতে সাঁড়াশি অভিযান চালিয়ে 'কুত্তা রাব্বি' কে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানিয়েছেন, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ভুক্তভোগী মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রাবেয়া আক্তার এ ঘটনায় ২১ জানুয়ারি পল্লবী থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্ললবী একালায় অভিযান চালিয়ে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে গ্রেপ্তার করা হয়। আর আজ রাত ১ টায় ১টায় রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে গ্রেপ্তার করা হলে এখন পর্যন্ত আলোচিত ‘ব্লেড বাবু হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করল ডিবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.