× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকবাজারে পলিথিন ব্যবসায়ীদের হামলার শিকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক

ডেস্ক রিপোর্ট

২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৬ জানুয়ারি) রাজধানীর চকবাজারে একটি নিষিদ্ধ পলিথিন কারখানায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান শেষে মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। অভিযান শেষে ফেরার পথে একদল পলিথিন ব্যবসায়ী'র অতর্কিত হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী গুরুতর আহত হয়েছেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযান থেকে ফেরার পথে একদল পলিথিন ব্যবসায়ী অতর্কিত হামলা চালিয়ে জব্দ করা মেশিন ও মালমালভর্তি ট্রাক ভাঙচুর করে সব নিয়ে যান। এসময় তারা পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী'র মাথা ও মুখের বিভিন্ন  অংশে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শওকত আলীকে দেখতে এসে হাসপাতালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, অভিযানে মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। পরে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় কারখানার লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে একজন পরিচালক আহত হয়েছেন। তাঁর মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।

শওকত আলিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা পুলিশের উপ-পরিদর্শক (সশস্ত্র) এএসআই মাসুদ বলেন, চকবাজারের ইসলামবাগ এলাকায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনার সময় কারখানার মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তর পরিচালক মো. শওকত আলী আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.