আজ (২৮ জানুয়ারি)
রাত ১২টার পর থেকে পূর্বঘোষণা অনুযায়ী রেলওয়ের রানিং স্টাফরা মূল বেতনের সঙ্গে রানিং
অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে কোনো কর্তৃপক্ষের
কাছ থেকে সমাধান না পেয়ে ‘বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি; কর্মবিরতি
কর্মসূচি পালন করছে। এতে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে। এমতাবস্থায় কমলাপুর রেলওয়ে
স্টেশন পরিদর্শনে যান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখানে
গিয়ে তিনি মন্তব্য করেন, যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি
দুঃখজনক।
রেলপথ উপদেষ্টা
বলেন, স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে। প্রয়োজনে আমরা
তাদের সঙ্গে আবারও আলোচনা করব এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি দাওয়া নিয়ে আলোচনা
করব।
মুহাম্মদ
ফাওজুল কবির খান এদিন যাত্রীদের ভোগান্তির বিষয়ে বলেন, যাত্রীদের ভোগান্তি যাতে কম
হয় সেজন্য ইতোমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এরপরও কোনো যাত্রী যদি স্টেশনে
আসেন তাদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করে দিয়েছি। যাতে করে
রেলের যে রুট গুলো আছে সেখানে যাত্রীরা যেতে পারে।
ইজতেমা সামনে
রেখে দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করে, তিনি বলেন, স্টাফদের যে দাবি মাইলেজ অ্যালাউন্সের
দাবি, তা দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। তাদের এই দাবির অনেক অংশ আমরা ইতোমধ্যে পূরণ করেছি।
বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত আছি। রেলতো কারও ব্যক্তিগত সম্পত্তি
না, এখানে আলোচনার সুযোগ আছে। রেল বন্ধের ফলে কিন্তু সরকারের অসুবিধা হচ্ছে না, অসুবিধা
সাধারণ যাত্রীদের হচ্ছে। আমরা চাই এর সমাধান দ্রুত হোক। কারণ সামনে ইজতেমা আছে।