× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবী

সচিবালয়ে যাচ্ছেন ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট

২৮ জানুয়ারি ২০২৫, ১৪:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৮ জানুয়ারি) স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আল্টিমেটাম দেয়, দুপুর ২টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবী না মানা হলে কঠোর কর্মসুচি ঘোষণা দেন। তাঁর আগেই সচিবালয় থেকে তাদের ডাকা হয়েছে। ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল সচিবালয়ে যাচ্ছেন।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম জাতীয়করণের দাবির বিষয়ে কথা বলতে সচিবালয় থেকে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে ডাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের আজ দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম ছিল। তার আগেই সচিবালয় থেকে ফোন করা হয়েছে। আমাদের সচিবালয়ে যেতে বলা হয়েছে। জোহরের নামাজের পর বৈঠক হবে। আমরা ১৫ সদস্যের টিম সেখানে যাচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.