আজ (২৮ জানুয়ারি)
থেকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা ‘শাটডাউন
তিতুমীর' কর্মসূচি শুরু করেছেন। এতে ক্লাস-পরীক্ষা সহ প্রতিষ্টানটিরত সকল কার্যক্রম
বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের
দাবি,
১। আগামী
৪৮ ঘন্টার মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে
রূপান্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে।
২। নির্ধারিত
এই ৪৮ ঘন্টার মধ্যে ভিসি-প্রোভিসি নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে।
দাবি না মানা
হলে, আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির
ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা
জানিয়েছেন, আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সাত কলেজ কে মুক্ত
করা হলে এসব কলেজ গুলো অভিভাবকহীন হয়ে পড়েছে। তবে তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে
রূপান্তরের দাবিতে অনড় থাকবেন বলে জানান। একই সাথে তারা নিশ্চিত করেন তাদের দাবি না
মানা না হলে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।