× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রকল্পের অনিয়ম খোজেঁ দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট।

২৮ জানুয়ারি ২০২৫, ১৭:০০ পিএম

ছবিঃ সংগৃহীত

ভিন্ন প্রকল্পের অনিয়মের তথ্য জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) অভিযান পরিচলনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (২৮ জানুয়ারি)  দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে এ অভিযানে আসে দুদকের একটি টিম। দুদকের এই অভিযানে নেতৃত্ব সংস্থার সহকারী পরিচালক মনির মিয়া।

জানা গেছে, ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের ৩৮ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতিসাধনের পেছনে জাড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের একটি টিম দুপুরের দিক থেকে ডিএসসিসির এই প্রকল্পের বিষয়ে তাদের বিভিন্ন বিভাগে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুদকের এই অভিযানে ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের ৩৮ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতিসাধনের পেছনে জড়িতদের বিষয়ে জানতে চাওয়ার পাশাপাশি সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সময়কালে ডিএসসিসির বিভিন্ন দুর্নীতির বিষয়ে খোঁজ নিচ্ছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে গেছে, ২০১০-১১ অর্থবছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের অধীনে ৩৮ কোটি টাকা খরচ করে ঢাকার বিভিন্ন মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানো হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে যার মনিটরিং করার কথা ছিল। কিন্তু ট্রাফিক সিগন্যালগুলো অকেজো হয়ে আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.