× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণঅধিকার পরিষদের একাংশের নাম পরিবর্তন করে 'আমজনতার দল’

ডেস্ক রিপোর্ট।

২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের একাংশ এবার নতুন নামে রাজনৈতিক দল ঘোষণা করেছে। গণঅধিকার পরিষদের বদলে নতুন এই দলের নাম দেওয়া হয়েছে আমজনতার দল। কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে এই দলের আহ্বায়ক করা হয়েছে।

আজ (২৮ জানুয়ারি) পল্টনের প্রীতম জামান টাওয়ারে এই দলের আত্মপ্রকাশ হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ তার নাম পরিবর্তন করে এখন থেকে ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে। এই পরিবর্তন আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণের সঙ্গে আরও সরাসরি সংযোগ স্থাপনের একটি নতুন প্রয়াস।

নাম পরিবর্তনের কারণ ও প্রেক্ষাপটের কথা তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদ’ নামে দলটি ২০২১ সাল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে এসেছে। দলটি বেশ কিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে দুই ভাগে বিভক্ত হয় ২০ জুন, ২০২৩ তারিখের মাঝে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে আজ অবধি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। কাছাকাছি দুই দলের একই নাম হওয়ায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল। আগ্রাসনবিরোধী লড়াইকে আরও সুসংহত ও বিস্তৃত করতে আমাদের পূর্বের সহযোদ্ধাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয় এমন নাম পরিহার করতে আমরা পূর্বের নাম গণঅধিকার পরিষদের পরিবর্তন করে ‘আমজনতার দল’ নামকরণ করছি। আজ থেকে গণঅধিকার পরিষদের কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন অংশের নাম ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে।

নিজেদের লক্ষ্য ও অঙ্গীকারের কথা তুলে ধরে এতে বলা হয়েছে, ‘আমজনতার দল’ প্রতিষ্ঠার লক্ষ্য আগ্রাসনের হাত থেকে মাতৃভূমিকে সুরক্ষিত রাখার পাশাপাশি, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমরা দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার সবার জন্য সহজলভ্য করতে কাজ চালিয়ে যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের সাতজন সহযোদ্ধা জীবন দান করে এবং শতাধিক আহত হয়। আমাদের দলটি অতীতে যেমন ছাত্র, যুবক, প্রবাসী, পেশাজীবী এবং পেশাজীবীদের নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও একইভাবে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.