দাবি
পূরণের আশ্বাসে রেলের রানিং স্টাফরা কর্মবিরতি
প্রত্যাহার করে নিয়েছেন। এতে দেশের বেশ কয়েকটি অঞ্চল থেকেই ইতোমধ্যেই ট্রেন চলাচল শুরু
হয়েছে।
আজ (২৯ জানুয়ারি)
সকালে রেলওয়ে রানিং স্টাফ এবং কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান
এ তথ্য নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান
বলেন, ‘কর্মবিরতি প্রত্যাহারের সঙ্গে সঙ্গে কাজে ফিরেছেন রানিং স্টাফরা। ভোররাত থেকেই
ট্রেন চলছে। উপদেষ্টা আশ্বস্ত করেছেন আজকের মধ্যে দাবি পূরণ করে রানিং স্টাফদের ভাতা
ও পেনশন সুবিধা পুরনো নিয়ম পুনর্বহালে সরকারি আদেশ জারি হবে।’
গতকাল (২৮
জানুয়ারি) রাতে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বেইলি রোডের বাসায় জরুরি বৈঠক
বসে। বৈঠক শেষে স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এই বৈঠকে
দুই পক্ষের মধ্যস্থতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ
ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস
বৈঠক শেষে
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার।
শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে
রেল উপদেষ্টার সাথে দেখা করেছি। এ বিষয়ে প্রেস কনফারেন্স রাত ২টা ৩০ মিনিটে।’
গতকাল (২৮
জানুয়ারি) রাত ১২ টার পর থেকে সারা দেশে প্রায় ২৭ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।