আজ (২৯ জানুয়ারি)
অর্থনীতি পুনর্গঠন, সম্পদপাচার, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার
বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, বাংলাদেশের
গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে। এদিন তিনি আরও যোগ করেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে
ভুল তথ্যের বন্যা বয়ে গেছে।
ওপেন সোসাইটি
ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি
প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ
সমর্থন ব্যক্ত করে।
সাক্ষাৎকালীন
সময়ে ইতিহাসের এক অস্থিরতম সময়ে দেশকে নেতৃত্ব প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার,
এবং অর্থনৈতিক অবকাঠামো পুনর্গঠনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ায় ড. ইউনূসের প্রশংসা করেন
অ্যালেক্স সোরোস।
এদিন ড. ইউনূস
বলেন, “ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের
‘বিরাট সুযোগ' এনে দিয়েছে।”
বৈঠকে জুলাইয়ের
গণঅভ্যুত্থান, ভিকটিমদের জন্য অন্তর্বর্তী ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম,
চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন, রোহিঙ্গা সংকট এসব নিয়ে
আলোচনা হয়।
এ সময় অ্যালেক্স
সোরোস প্রধান উপদেষ্টাকে বলেন, “আমরা এসব ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সমর্থন করার উপায়
খুঁজবো।”
ওপেন ফাউন্ডেশনকে
তাদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন।