× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অন্তর্বর্তী সরকার ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে

ডেস্ক রিপোর্ট

২৯ জানুয়ারি ২০২৫, ২০:৫০ পিএম

ছবিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোস্টার থেকে নেওয়া।

দেশব্যাপী আপামর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ এর ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক আন্দোলন মোকাবেলা করে আসছে। স্বল্প সময়ে এই আন্দোলনের সংখ্যাটা অবাক করার মত।

গত ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করতে হয়েছে দেশের সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকারকে।

আজ (২৯ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্টার প্রকাশ করা হয়। যেখানে ড. মুহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকার প্রতীকী এক রূপ তুলে ধরা হয়।

পোস্টারে লেখা আছে, “অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে।

এতে আরও লেখা রয়েছে, “স্বাধীনতার ৫৪ বছরে ৬ মাসের কম সময়ে এত আন্দোলন মোকাবিলা করার নজির নেই আর কোনো সরকারের।

পোস্টের ক্যাপশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, “যৌক্তিক, অযৌক্তিক সবধরনের দাবি নিয়ে প্রতিদিন মাঠে নামছে বিভিন্ন পক্ষ। সরকার আন্দোলন মোকাবিলা করেই টিকে আছে। কিন্তু গত ১৫ বছরের সব দাবি একসঙ্গে নিয়ে যেভাবে সবাই নামতেছে, সরকার কাজ করবে কখন?”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.