× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুরস্কার নেওয়ার পরেই তো ‘বেইজ্জতটা' করেছে- সলিমুল্লাহ খান

ডেস্ক রিপোর্ট

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

ছবিঃ সংগৃহীত।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রদান শেষে পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন করা হয়। এর মধ্যে ছিলেন বরেণ্য লেখক ও প্রাবন্ধিক বর্ষীয়ান সলিমুল্লাহ খান। পেছনে গুণী ব্যক্তিদের দাঁড় করিয়ে সামনে উপদেষ্টাদের বসিয়ে ফটোসেশন করা হলে এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এ ব্যাপারে সলিমুল্লাহ খান মন্তব্য করেছেন।

সলিমুল্লাহ খান বলেন,  ‘লোকজন বলছে, আপনি পুরস্কার নিলেন কেন?’ আরে.. পুরস্কার নেওয়ার পরেই তো বেইজ্জতটা করছে। বাংলা একাডেমি যদি সম্মান প্রদর্শন করতে না জানে, তাহলে আমাদের কী করা উচিত?

গতকাল (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সলিমুল্লাহ খান বলেন, বাংলা একাডেমির পুরস্কার প্রদানের অনুষ্ঠান নিয়ে অনেকে ট্রল করছে। আমাকে জিজ্ঞেস করছে, ছাত্রদের সামনে বসিয়ে আপনারা পেছনে দাঁড়িয়ে ছিলেন কেন? আমি বলেছি, তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে। বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন করতে না জানে, আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব নাকি?

তিনি বলেন, এখানেও দাসত্বের অবসান করতে হবে। দাসত্বের অবসান করতে হলে সবাইকে এক করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.