গত শনিবার
(১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রদান শেষে পুরস্কৃতদের পেছনে দাঁড়
করিয়ে ফটোসেশন করা হয়। এর মধ্যে ছিলেন বরেণ্য লেখক ও প্রাবন্ধিক বর্ষীয়ান সলিমুল্লাহ
খান। পেছনে গুণী ব্যক্তিদের দাঁড় করিয়ে সামনে উপদেষ্টাদের বসিয়ে ফটোসেশন করা হলে এ
নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা
মোস্তফা সরয়ার ফারুকী ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস
দিয়েছেন।
গতকাল (২
ফেব্রুয়ারি) রাতে পোস্ট করা স্ট্যাটাসে উপদেষ্টা ফারুকী লিখেছেন, পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের
গ্রুপ ফটোসেশন নিয়ে গতকাল থেকে নানারকম আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন সরকার বা পুরস্কার
প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে স্টেজেই পুরস্কারপ্রাপ্তদের গ্রুপ ফটোসেশনের
একটা রেওয়াজ চালু আছে। কিন্তু আমরা তো সংস্কার করতে আসা সরকার। আমাদের কেন রেওয়াজ মানতে
হবে?
আজকে আমাদের
মন্ত্রণালয়ে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। সিদ্ধান্ত নিয়েছি গ্রুপ ফটোসেশনের এই রেওয়াজ
এ বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে আর রাখা হবে না। গ্রুপ ফটোসেশন কোথায় কীভাবে
হবে এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।
তিনি আরও
লিখেছেন, তিনি আরও বলেন, ছয়মাস হলো আমরা একটা খুনি-সাইকোপ্যাথের হাত থেকে মুক্তি পেয়েছি।
জাস্ট ছয় মাস! যে খুনি শত শত মানুষকে গুম করিয়েছে, হাজার হাজার বিরোধী মতের মানুষকে
খুন করিয়েছে, জুলাইয়ে একটা নারকীয় গণহত্যা চালিয়েছে, ইলিয়াস আলীকে গুমের পর হত্যা
করে তার মেয়েকে জড়িয়ে ধরে নাটক করেছে, হেলিকপ্টার থেকে গুলি করিয়ে মানুষ মেরেছে- তার
সঙ্গে শিষ্টাচার? হিটলারের সঙ্গে শিষ্টাচার? আর ইউ সিরিয়াস? সালাম দিয়ে বলতে হবে,
প্রিয় খুনি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?