রাজধানীর
মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয় ১১ বছর বয়সী
স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবা। অবশেষে তার খোঁজ মিলেছে নওগাঁয়। তবে সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।
মোহাম্মদপুরের সিসিটিভি ফুটেজে সুবাকে এক ছেলের হাত
ধরে ঘুরতে দেখা যায়।
মোহাম্মদপুর
থানার এডিসি জুয়েল রানা জানান, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরির সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। সেখানে সুবাকে এক ছেলের সাথে
কথা বলতে দেখা যায়। পরে জানা যায়, সুবা ছেলেটির সাথে তার বাড়ি নওগাঁয় চলে গেছে। ছেলেটির নাম মোমিন হোসেন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ
এখনও সুবাকে উদ্ধার করতে পারেনি। তবে তারা মোমিনের বাবা-চাচাদের সাথে যোগাযোগ করেছে এবং তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
সুবার
পরিবার সম্প্রতি তার মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিল। ঘটনার দিন সন্ধ্যায় সুবা কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়। বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। মায়ের কেমোথেরাপি শুরু হওয়ায় ৪ দিন আগে
তারা মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায়
ওঠে।