মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা, তাদের চার দফা দাবি পূরণের আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় আজ (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। এর আগে তারা ফার্মগেটে জড়ো হয়ে শাহবাগের দিকে মিছিল করেন।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো - উচ্চশিক্ষার সুযোগ, অবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ, এবং অন্যান্য সংশ্লিষ্ট দাবি। তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে থাকার ঘোষণা দিয়েছেন।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর জানান, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের দাবিগুলো নিয়ে এর আগেও তারা আন্দোলন করেছেন। গত ২২ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব তাদের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ৭ দিন পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা এই কর্মসূচি নিয়েছেন। এর দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে নিতে হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে ১৬টি সরকারি এবং প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি (ডিএমএ) কোর্স পরিচালনা করা হয়। বাংলাদেশে প্রায় ৬০ হাজার ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থী এবং ৩০ হাজার বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৫ হাজার ৫০০ জন ডিপ্লোমা চিকিৎসক বর্তমানে কর্মরত আছেন।
শিক্ষার্থীদের দাবি, প্রায় ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন অবস্থায় আছে। এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। অথচ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে ২৫০০টি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। এর ফলে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বেকারত্বের সংখ্যা বাড়ছে।