দেশব্যাপী
আপামর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ
সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর, ৫ ফেব্রুয়ারি রাতে
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ
মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দেওয়া হয়।
সে
সময় পাশের একটি নির্মাণাধীন ভবনে (যা ‘সিআরই’র ভবন নামে
পরিচিত) বিক্ষুব্ধ "ছাত্র-জনতা" উপস্থিত হয়। ওই ভবনের বেজমেন্টে
পানি দেখে অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে।
এখানে
একটি "আয়নাঘর" রয়েছে বলে আলোচনা শুরু হয়। এ নিয়ে সামাজিক
যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য
ছড়ানো হতে থাকে। অনেকে দাবি করেন, পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কী আছে।
আজ
(৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ফায়ার সার্ভিস ওই ভবনের বেজমেন্টের
পানি সরানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
মোহাম্মদপুর
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “এখানে দুটি বেজমেন্ট। বৃষ্টির পানি এসে জমেছে। আমি এই পানিটা শুধু
সরিয়ে (নিষ্কাশন) দিচ্ছি। অন্য কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না।”
কতটুকু
পানি থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, “এখানে পানি ১০০ ফুট লম্বা হবে আর ৫০ ফুট
চওড়া হবে। আমাদের ধারণা এখানে আড়াই লাখ লিটার পানি আছে। আর এই পানি
পুরাতন বলে মনে হচ্ছে না।”