× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের বিপরীতে ম্যাটস শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া' স্লোগান

ডেস্ক রিপোর্ট

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত হলেও, তাদের দাবি পূরণের বিষয়ে এখনো কোনো নিশ্চিত খবর মেলেনি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আগামীকাল (১০ ফেব্রুয়ারি) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দিয়েছেন। তবে, এর আগেও কয়েকবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তাই শিক্ষার্থীরা আরও ক্ষুদ্ধ হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আজ ( ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী। এসময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ভুয়া স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলে শিক্ষার্থীরা "ভুয়া ভুয়া", "আশ্বাস নয় ঘোষণা চাই" স্লোগান দিতে থাকেন। তুহিন ফারাবী জানান, স্বাস্থ্য উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত এবং আগামীকালকের মধ্যেই নিয়োগের সার্কুলার দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে, শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, এর আগেও তারা অনেকবার আশ্বাস পেয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। তাই এবার তারা লিখিত ঘোষণা চান। তাদের দাবি, সরকার তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করুক। অন্যথায়, তারা তাদের আন্দোলন আরও জোরদার করবেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের উচ্চশিক্ষা এবং চাকরির সুযোগ সীমিত। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ তাদের জন্য খুবই জরুরি। এই পদে নিয়োগ পেলে তারা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.