রাজধানীর
ধানমন্ডি এলাকার সায়েন্সল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের
শিক্ষার্থীরা পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষে জড়িয়েছেন।
আজ (৯ ফেব্রুয়ারি)
বিকেল সোয়া ৪টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। যা এখনও চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন এবং কলেজের নামফলক ভেঙে ফেলেন। এতে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা আক্রমণ চালায়।
উভয়
পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের
ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে ঠিক কী কারণে এই
সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা
যায়নি।
সংঘর্ষের
কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় থানা পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনো বিরাজ করছে।