গাজীপুরের
শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমিরের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েছে। টানা দু'দিন ধরে চলা এই সংঘর্ষে একটি
কুমির গুরুতর আহত হয়েছে। পরে পার্ক কর্তৃপক্ষ আহত কুমিরটিকে উদ্ধার করে অন্য একটি বেষ্টনীতে সরিয়ে নিয়েছে।
গতকাল
(৯ ফেব্রুয়ারি) দুপুরে মারামারিতে আহত কুমিরকে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করেন পার্ক কর্তৃপক্ষ।
সাফারি
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন
সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম জানান, কুমির বেষ্টনীতে তিনটি কুমির ছিল, যার মধ্যে দুটি পুরুষ এবং একটি মাদী। সবগুলো কুমিরই ছিল প্রায় একই বয়সের। কিন্তু হঠাৎ করেই পুরুষ কুমির দুটির মধ্যে মারামারি শুরু হয় এবং এক পর্যায়ে তা
ভয়াবহ রূপ নেয়।
তিনি
আরও জানান, আহত কুমিরটিকে প্রথমে কচ্ছপ বেষ্টনীতে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।