× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাবি আদায়ে অনড় ম্যাটস শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা কর্মসূচি পরিবর্তন করে চার দফা দাবি আদায়ে এবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। তারা বলছেন দাবি আদায়ের ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজপথে তাদের অবস্থান অনড় থাকবে।

আজ (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা।

ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজও আমাদের কয়েকজনকে ডাকা হয়েছে। তাদের আশ্বাসে আমরা কর্মসূচিতে কিছুটা পরিবর্তন এনেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রেসক্লাবেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

এখন পর্যন্ত কী ধরণের আশ্বাস পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় আমাদের কথা হচ্ছে। তারা জানিয়েছে আজকের মধ্যেই শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ ছাড়া আমাদের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে উচ্চশিক্ষার পথ খুলে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.