× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা; শাহবাগে যান চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) সহকারী শিক্ষকরা পুলিশের ব্যাপক লাঠিচার্জ, ধড়-পাকড় ও বল প্রয়োগের মুখে অবশেষে শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েছেন। এতে প্রায় তিন ঘন্টারও বেশি সময় পর শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনো দীর্ঘ যানজটের সারি লেগে আছে।

আজ (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে সড়ক ছেড়ে পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা গেছে, বিকেল সাড়ে ৪টার পর থেকেই পুলিশ সদস্যরা আন্দোলনকারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সড়ক থেকে তুলে দিতে বল প্রয়োগ শুরু করেন। এ সময় পুলিশ কয়েক দফায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সড়কে বসে থাকা নারী আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি করতেও দেখা গেছে।

তবে আন্দোলনকারীরা বলছেন, যতবার পুলিশ সড়ক থেকে সরিয়ে দেবে ততবারই তারা ফিরে আসবেন। এমনকি আজ রাতেও শাহবাগেই অবস্থান করার ঘোষণাও দিয়েছেন তারা।

অন্যদিকে, দুপুর থেকে বিকেল পর্যন্ত আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারীদের অনেককেই পুলিশ হেফাজতে নিতে দেখা গেছে। তাদের শাহবাগ থানায় রাখা হয়েছে। একইসঙ্গে লাঠিচার্জের ফলে আহতও হয়েছেন বেশ কয়েকজন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম আটকের বিষয়ে বলেন, অনেককেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে সংখ্যাটি নিশ্চিত নই। তাদেরকে (আন্দোলনকারীদের) নিয়ে থানায় রেখেছি। তাদের তথ্য যাচাই-বাছাই করা হবে। কেউ নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে। আর কাউকে যদি গ্রেপ্তার দেখাতে হয় সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.