আজ
(১২ ফেব্রুয়ারি) শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষে ঘোষণা দিয়েছেন, মাধ্যমিক
ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এহতেশাম উল হককে বৃহস্পতিবারের (১৩
ফেব্রুয়ারি) মধ্যে প্রত্যাহার না করা হলে শিক্ষা ভবনে ধানমন্ডি ৩২ নম্বরের মতো ঘটনা
ঘটে যেতে পারে। আর এর জন্য শিক্ষা প্রশাসন ও শিক্ষা সচিব দায়ী থাকবেন।
সেলিম
ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের
দোসর, প্রেতাত্মা এই মহাপরিচালক অধ্যাপক ড. এহতেশাম উল হককে শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ
পদে বসিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। এজন্য
শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অভিযুক্ত করেন তিনি।
তিনি আরও
বলেন, বৃহস্পতিবারের মধ্যে এই মহাপরিচালককে প্রত্যাহার না করলে সারা দেশের শিক্ষকরা
শিক্ষা ভবনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এজন্য সচিব এবং যুগ্ম সচিব নুরুজ্জামান
দায়ী থাকবেন।