× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জলকামান উপেক্ষা করে সচিবালয় অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

ডেস্ক রিপোর্ট

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

পিলখানা বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত হওয়া বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদস্যরা ৬ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। গতকাল (১১ ফেব্রুয়ারি) থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবিগুলো হলো - চাকরি পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তি এবং অন্যান্য সরকারি সুবিধা।

আজ (১২ ফেব্রুয়ারি) চাকরিচ্যুত বিডিআর সদস্য তাদের পরিবারের সদস্যরা তাদের দাবি আদায়ের জন্য সচিবালয় অভিমুখে রওনা হন। তারা পুলিশের ব্যারিকেড জলকামান উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে থাকেন। সময় অনেক সদস্য শিক্ষা ভবন সংলগ্ন সড়কে বসে পড়েন।

বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সংগঠনের সভাপতি ফয়জুল আলম জানান, পিলখানা হত্যাকাণ্ডে 'প্রহসনমূলক মামলায়' অনেক নিরপরাধ সদস্যকে কারাবন্দি করা হয়েছে। তিনি তাদের মুক্তি দাবি করেন। একই সাথে তিনি চাকরিচ্যুত সদস্যদের সরকারি ক্ষতিপূরণসহ ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের কথা বলেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবিগুলো হলো

. পিলখানার ভেতরে বাইরে ১৮টি বিশেষ আদালত অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে তাদের ক্ষতিপূরণ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

. এরই মধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া কারাবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। ছাড়া উদ্দেশ্যপ্রণোদিত বিস্ফোরক মামলা বাতিল করতে হবে।

. গঠিত কমিশন স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি এর () নং ধারা বাদ দিতে হবে। একইসঙ্গে স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন, মূল ষড়যন্ত্রকারী, হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

. পিলখানায় শহীদ ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ সর্বমোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে কারাগারে মারা যাওয়া সব বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

. স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে।

. পিলখানার হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে। একইসঙ্গে শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.