× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রমজানে যেসব ২২ স্থানে সেহরি ও ইফতার দেবে ডিএনসিসি

ডেস্ক রিপোর্ট

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ এএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, সিটি করপোরেশনের আয়োজনে রাজধানীর ২২টি স্থানে সেহরি ইফতারের ব্যবস্থা করা হবে এবং সময় জাকাতের কাপড় বিতরণ করা হবে। গতকাল (১৭ ফেব্রুয়ারি) ডিএনসিসির ফেসবুক পেজে লাইভে এসে  তিনি এসব তথ্য জানান।

প্রশাসক বলেন, নগরবাসীর সেবা করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তবে নতুন ৫২ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশনের কোনো সেবা এখনও নেই, তাই এখানে দ্রুত সেবা প্রদান ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও, তিনি জানান, ট্রেড লাইসেন্স প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে করা হবে এবং নগরীর ফুটপাত নাগরিকদের জন্য ফিরিয়ে দেওয়া হবে। বেওয়ারিশ কুকুরগুলোকেও নিয়ন্ত্রণে আনা হবে।

এর আগে, ডিএনসিসি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শহরের অর্ধেক জনসংখ্যা নারী, কিন্তু শহর পরিকল্পনায় তাদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। শিশুদের জন্যও নিরাপদ উপযুক্ত শহর গড়ার পরিকল্পনা এখনো নেওয়া হয়নি।

এদিকে, গতকাল ঢাকার রাস্তা ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ এলাকায় এবং সাইদা খানমের নেতৃত্বে রমনা থানার অফিসার্স ক্লাব সংলগ্ন এলাকায় দুটি অভিযান চালানো হয়। এই অভিযানে ঢাকা মেডিকেল কলেজের সামনে এবং অফিসার্স ক্লাবের সংলগ্ন রাস্তায় অবৈধ দোকান স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া, ফুটপাত রাস্তা দখলমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.