× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা চাকরিবিধি চূড়ান্ত করতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন । গতকাল (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই হুঁশিয়ারি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে। ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে।"

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১২ সেপ্টেম্বর সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ণের নির্দেশনা দিয়েছিলেন। ওই সময় ডিএমটিসিএলের ৬০তম বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগের কাছে পাঠানো হবে। তবে ৫ মাস পেরিয়ে গেলেও এ বিষয়ের কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করা হয়। এতে ডিএমটিসিএল-এর ২০০ জনেরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, যার ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "১৩ ফেব্রুয়ারি আমাদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয় এবং এর পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া চাকরি বিধিমালার ওপর আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, শীঘ্রই তা সংশোধন করে বোর্ড মিটিংয়ের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ বিধিমালা প্রণয়ন করবে।"

এ বিষয়ে আজ (১৮ ফেব্রুয়ারি) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, "সার্ভিস রুল চালুর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চূড়ান্ত হওয়ার পথে। একটি কমিটি গঠন করা হয়েছে, তারা বিষয়টি পর্যালোচনা করে এটি বোর্ডে যাবে। সার্ভিস রুলের প্রক্রিয়া হতে দেরি হয়েছে, তবে আমরা কাজ করছি এবং তিন দিনের মধ্যে আশা করা যাচ্ছে এটি সম্পন্ন হবে।"

ডিএমটিসিএল কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও কর্মচারীরা তাদের দাবির প্রতি দৃঢ় অবস্থানে রয়েছেন, এবং মেট্রোরেল সেবা চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.