× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেধাবী ডিসিদের জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছে আ.লীগ

ডেস্ক রিপোর্ট

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রশাসন ক্যাডারে যোগদান করা মানুষ সাধারণত দেশের সবচেয়ে মেধাবী ব্যক্তি হয়ে থাকেন। তিনি উল্লেখ করেছেন, অতীতে ফ্যাসিস্ট সরকাররা দেশের সর্বোচ্চ মেধাবী ডিসিদের (জেলা প্রশাসক) জনগণের ওপর নিপীড়ন চালানোর কাজে ব্যবহার করেছিল। আসিফ নজরুল আরও বলেন, আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন প্রশাসন ক্যাডারের এই অসীম সম্ভাবনাগুলো জনগণের বিরুদ্ধে নিপীড়নে ব্যবহার না করেন।

আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুরে, তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, "আমাদের ডিসিরা আসলেই অনেক কিছু জানেন। কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী ব্যক্তিরাই প্রশাসনে যোগদান করেন এবং ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।" তিনি আরও উল্লেখ করেন, "রাষ্ট্রের এত বড় রিসোর্সকে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার জনগণের অত্যাচার এবং নিজেদের অপকর্ম আড়াল করার কাজে ব্যবহার করেছিল।"

তিনি বলেন, "যদি আমরা তাদের (ডিসি) সঠিকভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে রাষ্ট্রের সেবা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, ভূমি ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সেবার উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা নেয়ার সুযোগ দিয়ে, তবে আগামী দিনে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হবে।"

নির্বাচিত সরকারের প্রতি তার আশা ব্যক্ত করে আসিফ নজরুল বলেন, "আমরা আশা করি, আগামী দিনে যে দলই ক্ষমতায় আসুক, তারা যেন প্রশাসন ক্যাডারের অসীম সম্ভাবনাগুলো কখনও জনগণের নিপীড়নে কাজে না লাগায়। আমাদের সংবিধানে যেভাবে জনগণের সেবা করার কথা বলা হয়েছে, প্রশাসন যেন সেই উদ্দেশ্যেই কাজ করে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.