ছবিঃ সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার তিন ইউনিটের কমিটি ঘোষণা হওয়ার পরপরই ৫০ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারী সদস্যরা জানিয়েছেন, কমিটি বাতিল না করা পর্যন্ত চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
আজ
(১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে
এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।
গতকাল
(১৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। মোট ৭৫৪ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এসব কমিটিতে। তবে কমিটি গঠনের বিরুদ্ধে আজ আয়োজিত সংবাদ
সম্মেলনে দাবি করা হয়, কমিটির অন্তত ৫০ থেকে ১০০
জন পদত্যাগ করেছেন।
সংবাদ
সম্মেলনে জানানো হয়, যদি বিকেল তিনটার মধ্যে ওই তিনটি কমিটি
বাতিল না করা হয়,
তবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে, কমিটি বাতিল না করায় সৃষ্ট
পরিস্থিতির দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলকেই নিতে হবে। বিকেল পৌনে ৪টার দিকে খবর পাওয়া যায় যে, তারা লালখান বাজারে সড়ক অবরোধ করেছেন।
সংবাদ
সম্মেলনে তিনটি দাবি উত্থাপন করা হয়:
১.
আজ বিকেল ৩টার মধ্যে কমিটি বাতিল করা,
২.
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া,
৩.
কমিটিতে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নাম-পরিচয় তিন দিনের মধ্যে প্রকাশ করা।
সংবাদ
সম্মেলনে বক্তব্য রাখেন নতুন কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকা জোবায়রুল আলম, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা চৌধুরী সিয়াম ইলাহি এবং সংগঠক আবু বাছির নাঈম।
শিক্ষার্থীদের
অভিযোগ, কমিটিতে সম্মুখযোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি এবং যাদের বিরুদ্ধে নারী হেনস্তা এবং কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে, তাদের নিয়েই একপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে। সনাতনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি এবং নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে।
গত রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজাউর রহমানকে আহ্বায়ক এবং সরকারি সিটি কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিনকে সদস্যসচিব করে ৩১৫ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবাইর হোসেনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে সদস্যসচিব করে ৩২৭ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াছির আরফিন চৌধুরীকে আহ্বায়ক এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রইছ উদ্দিনকে সদস্যসচিব করে ১১২ সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh