× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পহেলা বৈশাখ উদযাপন নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী

ডেস্ক রিপোর্ট

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬ পিএম । আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, অতীতের মতো এবারও যথাযথভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হবে। তিনি বলেন, কিছু কিছু মহল প্রচার করছে যে, শিল্প-সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে, তবে বাস্তবতা হলো এখন প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পহেলা বৈশাখ বাঙালির একটি বড় উৎসব এবং এটি প্রতি বছর যেভাবে পালিত হয়, এবারও সেভাবেই তা উদযাপিত হবে।

আজ (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে তিনি এসব মন্তব্য করেন।

ফারুকী বলেন, ‘‘আমরা অস্বীকার করছি না যে, কোথাও কোথাও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে, তবে অনেক জায়গায় সফলভাবে অনুষ্ঠান হচ্ছে। যেখানে সমস্যা হচ্ছে, সেখানেই আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।’’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাট্য উৎসব বন্ধের পেছনে সরকারের কোনো ভূমিকা নেই। নাট্যকর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উৎসবটি বন্ধ করা হয়েছে এবং এতে কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর ভূমিকা নেই। সরকারের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, ‘‘আমি সব কাজ ফেসবুকে ঘোষণা করে করব না। অনেক কাজ আমি আড়ালে করি। সবকিছু কেবল ঘোষণা দিয়ে ক্রেডিট নেওয়ার বিষয় নয়। সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হয়, তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সব কথার উত্তর দেওয়া সম্ভব নয়।’’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চিত্র প্রচারের বিষয়ে তিনি বলেন, ‘‘ বিষয়ে অনেক ডকুমেন্টারি তৈরি করা হয়েছে, যা মাঠ পর্যায়ের প্রশাসন এবং শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রচারিত হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘গত ১৫ বছরে যত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, তার চেয়ে আরও বেশি অনুষ্ঠান এখন হচ্ছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলেও অনেক বাউলকে ধরে মাথার চুল কেটে দেওয়া হয়েছিল এবং অনেক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। সমস্যা তখনও ছিল, এখনও আছে। তবে এখনকার সমস্যা কিছু লোক বড় করে দেখানোর চেষ্টা করছে।’’

শেষে তিনি বলেন, ‘‘আমরা একদিনে দেশটাকে বদলে ফেলতে পারব না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসন সঠিক করার জন্য যে কাজ করা হয়েছে, তা সহজ ছিল না।’’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.