সচিবালয়ের
সামনে অবস্থান নিয়েছেন গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের
সদস্যরা। তারা জাতীয় প্রেস ক্লাবের পাশে সচিবালয়ের ৫ নম্বর গেটের
সামনে অবস্থান করছেন, যেখানে প্রায় শতাধিক সদস্য উপস্থিত আছেন।
আজ
(১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে তারা "গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের"
ব্যানারে এই অবস্থান কর্মসূচি
পালন করছেন।
এই
কর্মসূচি থেকে তাদের প্রধান দাবি হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা, বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করে শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা
নিশ্চিত করা এবং একটি জরুরি হটলাইন চালু করার।
এদিকে,
সকালের দিকে তারা শাহবাগে জড়ো হন এবং বেলা
সাড়ে ১২টায় সচিবালয়ের দিকে চলে আসেন। দুপুর ১টায় তারা সচিবালয়ের ৫ নম্বর গেটের
সামনে অবস্থান নেন।
এ
সময়, আহত জিহাদ ইসলাম বলেন, “আমরা আহত ও শহীদ পরিবারের
সদস্যদের মধ্যে বৈষম্য চাই না। একটি ক্যাটাগরিতে থাকা আহতদের জন্য মাসিক ভাতা দেওয়ার বিষয়টি মেনে নেয়া যায় না।”
পরে,
৬ সদস্যের একটি প্রতিনিধিদল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যান।