ছবিঃ সংগৃহীত।
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ (২০ ফেব্রুয়ারি) আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
আইনজীবীরা জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় বহাল রেখেছেন এবং ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে।
এর আগে ১৯ ফেব্রুয়ারি ২৭তম বিসিএসের নিয়োগ বঞ্চিতদের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়, এবং আজকের দিনে রায়ের জন্য দিন ধার্য ছিল।
গত বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত ২৭তম বিসিএসের পরীক্ষায় নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের পক্ষে করা আপিল শুনানি গ্রহণের জন্য আদেশ দেওয়া হয়েছে। এই রিভিউ আবেদনটি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে শুনানির জন্য আদেশ দেন।
উল্লেখ্য, ২৭তম বিসিএসে প্রথমবারের মতো মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ বলে হাইকোর্টের রায় ছিল। এরপর ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ ওই রায় বহাল রেখে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্তকে সঠিক বলে ঘোষণা করেন। তবে, এই রায় পুনর্বিবেচনা চেয়ে ১ হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন পৃথক আবেদন করেন।
আবেদনের পর, আইনজীবী সালাহ উদ্দিন দোলন জানিয়েছিলেন, ২০০৭ সালের এক-এগারোর সরকারের সময়ে ২৭তম বিসিএসের দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় ১ হাজার ১৩৭ জনকে চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছিল, কিন্তু পরে দ্বিতীয় মৌখিক পরীক্ষা নিয়ে মামলা হয়। একটি বেঞ্চ দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করলে অপর বেঞ্চ বৈধ বলে রায় দেয়। এরপর সরকারপক্ষ লিভ টু আপিল করে এবং ২০১০ সালে আপিল বিভাগ দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সঠিক বলে ঘোষণা করে।
এছাড়া মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করেছিল, অন্যদিকে ২০০৯ সালের ১১ নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৫ জন নিয়োগবঞ্চিত ব্যক্তি প্রথম রায়ের বিরুদ্ধে এবং সরকার দ্বিতীয় রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে। ২০১০ সালে আপিল বিভাগ সরকারের লিভ টু আপিল নিষ্পত্তি করে।
২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হয়। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয় এবং ১ জুলাই সরকারি কর্ম কমিশন (পিএসসি) ফল বাতিল করে। এর পর ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৩ সেপ্টেম্বর ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh