ছবিঃ সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি আত্মপ্রকাশ করেছে। নবগঠিত কমিটিতে এম. জে. এইচ. মঞ্জুকে আহ্বায়ক এবং আতিক শাহরিয়াকে সদস্য সচিব করা হয়েছে।
গতকাল (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় সদস্য রাশিদুল ইসলাম রিফাত এই কমিটি ঘোষণা করেন। এর আগে, ১৬ ফেব্রুয়ারি রোববার রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ৩১ জন যুগ্ম আহ্বায়ক, ২৬ জন যুগ্ম সদস্য সচিব, ২০ জন সংগঠক এবং ১৭ জন সদস্য রয়েছেন।
রাশিদুল ইসলাম রিফাত বলেন, ১৬ ফেব্রুয়ারি এম.জে.এইচ মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়াকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়।
তিনি আরও বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, যেখানে সরকারি, আধাসরকারি, বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার ২ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এবং অসংখ্য শ্রমিক ও সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এতে অগ্রণী ছিল। জুলাই মাসে তাদের অনেক সহপাঠী, ভাই ও বন্ধু শহীদ হয়েছেন, যারা দেশের সার্বভৌমত্বের জন্য আত্মদান করেছেন।
কমিটির চারজন শীর্ষ নেতাকে পরিচয় করিয়ে দিয়ে রিফাত বলেন, আগামী বাংলাদেশ নির্মাণে বৈষম্যবিরোধী আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নিঃস্বার্থভাবে কাজ করতে বদ্ধপরিকর। তিনি জানান, ১৮ জুলাই নর্দান ইউনিভার্সিটির শহীদ আসিফকে প্রথম শহীদ এবং সাউথইস্ট ইউনিভার্সিটিকে সর্বোচ্চ শহীদের বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদিন বলেন, পুলিশ ও র্যাব যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে হামলা করছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা, বাড্ডা, উত্তরাঞ্চল, সিলেট এবং চট্টগ্রামে অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, আজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখার বিভিন্ন পদে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, এবং তিনি তাদের নিয়ে আশাবাদী।
বৈষম্যবিরোধী আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম.জে.এইচ মঞ্জু বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলনসহ বহু আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এই কমিটি ৬৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিশনের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে এবং তাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh