× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আটা-ময়দা-সরিষার তেল-এলপি গ্যাসসহ যেসব পণ্যে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর

ডেস্ক রিপোর্ট

০৩ মার্চ ২০২৫, ১৩:০৫ পিএম

ছবি; সংগৃহীত।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবারও বেশ কিছু পণ্যের ওপর ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে আটা, ময়দা, এলপি গ্যাস, বিস্কুট, লবণ, সরিষার তেলসহ অন্যান্য পণ্য। আজ ( মার্চ) এনবিআর বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআরের প্রজ্ঞাপনের অনুযায়ী, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, এবং কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট থেকে অব্যাহতি পাবে। শর্ষে তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতির সুবিধা থাকবে, তবে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এছাড়া, দেশে উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল এবং ডাল বা ডালজাতীয় খাদ্যশস্য।

শর্তসাপেক্ষে এলপি গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে, যারা নিজেরা আমদানি করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন, তারা ভ্যাট অব্যাহতির সুবিধা পাবেন না।

এই সুবিধা পেতে পণ্যের ব্যবসায়ীদের কিছু বিধিবিধান অনুসরণ করতে হবে, যেমন ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, রেজিস্ট্রার সংরক্ষণ এবং মাসিক ভ্যাট রিটার্ন দাখিল ইত্যাদি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.