× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই হয়েছে'

ডেস্ক রিপোর্ট

০৩ মার্চ ২০২৫, ১৪:৩১ পিএম । আপডেটঃ ০৩ মার্চ ২০২৫, ১৪:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে? এটা বলতে হবেতো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে। কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতিটা হয়েছে? সেটা না দিলেতো আমরা বুঝতে পারবো না। আমিতো হিসাব নিচ্ছি। অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আগের মতোই হয়েছে।

আজ (৩ মার্চ) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

সাক্ষাৎকার দেওয়ার সময় বিবিসি বাংলার পক্ষ দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না জানোতে চাওয়া হলে, প্রধান উপদেষ্টা বলেন, অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে? এটা বলতে হবেতো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে। কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতিটা হয়েছে? সেটা না দিলেতো আমরা বুঝতে পারবো না।

তিনি আরও বলেন, আমিতো হিসাব নিচ্ছি। অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আগের মতোই হয়েছে।

সাক্ষাতকারের এ পর্যায়ে প্রধান উপদেষ্টাকে বলা হয়, পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত ছয় মাসের পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ডাকাতির সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান বিভিন্ন থাকলেও যা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে, এসব নিয়ন্ত্রণে কি সমস্যা হচ্ছে?

জবাবে ড. ইউনূস বলেন, একটা পরিসংখ্যান দিয়েতো আর বিচার হবে না; সমস্ত কিছু নিয়ে আসতে হবে। চেষ্টা করছি আমরা। সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না। দুইদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজেই মানুষ দেখলেই সে ভয় পায়। কাজেই তাকে ঠিক করতে করতেই আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন আবার নিয়মশৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। কাজ করতে থাকবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.