× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

০৩ মার্চ ২০২৫, ১৬:২৪ পিএম । আপডেটঃ ০৩ মার্চ ২০২৫, ১৯:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

অর্থপাচারের মামলায় আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

আজ ( মার্চ) দুপুরে সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডি সূত্রে জানা যায়, ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে এবং ওই মামলার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ এবং সাদিক অ্যাগ্রো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলা দায়ের করে। 

সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি করার অভিযোগ রয়েছে। এছাড়া ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে এনে তা বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে। সাদিক অ্যাগ্রো, প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ও ছাগলকে বিদেশি এবং বংশীয় গরু/ছাগল বলে প্রচার করে, এবং উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.