× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্রব্যমূল্য নিয়ে জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে: তথ্যমন্ত্রী

২৫ মার্চ ২০২২, ০৬:৫৬ এএম । আপডেটঃ ২৫ মার্চ ২০২২, ০৭:০১ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসায় বিএনপি ও কিছু বুদ্ধিজীবীর মধ্যে অস্বস্তি বেড়ে গেছে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মাহমুদ বলেন, বিএনপি ও কিছু কিছু বুদ্ধিজীবী উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করতে পারে না, শুধু সরকারের বদনাম করে বেড়ায়। তাদের কাজ শুধু সমালোচনা করা। সারা বিশ্বে নিত্যপণ্যের দাম বাড়তি। অথচ সরকার তা নিয়ন্ত্রণে এনেছে।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও বিএনপির নেতারা মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে দেরি হচ্ছে। তাদের কারণে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে আন্তর্জাতিকভাবে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান হাছান মাহমুদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.