তথ্য
ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে
জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসায় বিএনপি ও কিছু বুদ্ধিজীবীর
মধ্যে অস্বস্তি বেড়ে গেছে।
শুক্রবার
(২৫ মার্চ) দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড.
মাহমুদ বলেন, বিএনপি ও কিছু কিছু
বুদ্ধিজীবী উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করতে পারে না, শুধু সরকারের বদনাম করে বেড়ায়। তাদের কাজ শুধু সমালোচনা করা। সারা বিশ্বে নিত্যপণ্যের দাম বাড়তি। অথচ সরকার তা নিয়ন্ত্রণে এনেছে।
তথ্যমন্ত্রী
বলেন, খালেদা জিয়া ও বিএনপির নেতারা
মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে দেরি হচ্ছে। তাদের কারণে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে আন্তর্জাতিকভাবে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান হাছান মাহমুদ।